লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ মুখোমুখি ।
লিওনেল মেসি ও লুইস সুয়ারেজকে বিপক্ষ দলে ভাবা যায়? তারপরও আগামী মাসে এ দুই জনকে ইসরাইলে এক প্রীতি ম্যাচে একে অপরের বিরুদ্ধে খেলতে দেখা যাবে।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে ১৯ নভেম্বরে তেল আবিবের ব্লুমফিল্ড স্টেডিয়ামে উরুগুয়ের বিরুদ্ধে খেলবে মেসিরা। সুয়ারেজ খেলবেন উরুগুয়ে দলে। ইসরাইলের ফুটবলামোদীরা এ প্রীতি ম্যাচের মধ্য দিয়ে দেখা পাবেন মেসির যিনি তার ক্লাব সঙ্গী সুয়ারেজের বিপক্ষে খেলবেন।
ধারণা করা হচ্ছে বার্সেলোনা ফরোয়ার্ড তার বর্তমান নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলের জন্য নির্ধারিত পরবর্তী সূচির সময়ে আবার আন্তর্জাতিক ম্যাচে অংশ নেবেন। আর্জেন্টিনা ইসরাইলে খেলতে যাওয়ার চারদিন (১৫ নভেম্বর) আগে সৌদি আরবে ব্রাজিলের মুখোমুখি হবে।
প্রকাশিত: বুধবার, ৩০ অক্টোবর, ২০১৯