• সদ্যপ্রাপ্ত সংবাদ

    চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে ইতিহাস গড়লো তেরেঙ্গানা এফ সি।


    শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের চূড়ান্ত লড়াইয়ে হেরে গেল চট্টগ্রাম আবাহনী। মালয়েশিয়ার ক্লাব তেরেঙ্গানার কাছে ২-১ ব্যবধানে হেরে শিরোপা পুনরুদ্ধারের স্বপ্ন অধরাই রয়ে গেলো দলটির।

    বৃহস্পতিবার চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই দুই দল আক্রমণাত্মক খেলে। শুরুতেই সুযোগ পেয়েছিলো স্বাগতিকরা। অষ্টম মিনিটে জামাল ভুঁইয়ার শট রুখতে কোন সমস্যাই হয়নি তেরেঙ্গানা এফ সি'র গোলরক্ষক ইলহাম রাজালির। এর মিনিট দুয়েক পর লুকা রটকোভিচের প্রয়াসও একই পরিণতি পায়। এরপরই ছন্দ হারিয়ে বসে বন্দরনগরীর দলটি। সেই সুযোগকে কাজে লাগায় তেরেঙ্গানা।

    ১৬তম মিনিটে কর্নার পায় দলটি। লি টাকের নেওয়া কর্নারে মাথা ছুঁইয়ে সফরকারী তেরেঙ্গানাকে এগিয়ে দেন হাকিম বিন মামাত। এর মিনিট চারেক পরই ব্যবধান দ্বিগুণ করে মালয়েশিয়ান দলটি। এবারের আঘাত হানেন মোহাম্মদ আলিয়াস।

    প্রথমার্ধে গোলের আর দেখা পায়নি চট্টগ্রাম আবাহনী। বিরতির পর গোল পরিশোধের জন্য মরিয়া হয়ে আক্রমণ চালাতে থাকে স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে মাঠে নামার তিন মিনিটের মধ্যেই ব্যবধান কমিয়ে আনে চট্টগ্রাম আবাহনী। প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ মিস করা রতকোভিচ লুকা গোলটি করেন। এরপর আর গোল করতে না পেরে রানার্স আপ হয়েই শিরোপা পুনরুদ্ধারের মিশন শেষ করে চট্টগ্রাম আবাহনী। আর ৬৩ বছরের ইতিহাসে প্রথমবারের মতো কোন আন্তর্জাতিক টুর্নামেন্ট শিরোপার স্বাদ পায় তেরেঙ্গানা এফ সি।

    প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৯