আগামীকাল থেকে হতে পারে দেশব্যাপী বৃষ্টি ।
দিগন্ত ডেস্কঃ
এবার ভাদ্রের গরম হার মানাচ্ছে চৈত্রের দাবদাহকেও। মৌসুমী বায়ু সক্রিয় না থাকা আর বাতাসে জলীয় বাষ্প কম থাকায় গরম বেশি লাগছে জানাচ্ছে, আবহাওয়া অফিস। তবে, সেপ্টেম্বরের শুরুতে বৃষ্টির পূর্বাভাসও দিচ্ছে তারা।
শরৎ নয়, যেন গ্রীষ্মের তীব্র দুপুর গা ঝলসানো রোধে নাভিশ্বাস নগরবাসীর। গত কদিনে ধরেই রাজধানীসহ সারাদেশের চিত্র প্রায় একই।
আবহাওয়া অধিদপ্তর বলছে, বাতাসে ৭০ থেকে ৯৮ শতাংশ পর্যন্ত জলীয় বাষ্প থাকায় গরম লাগছে বেশি।
গত এক সপ্তাহে রংপুর ও খুলনা বাদে সারা দেশে বৃষ্টি হয়েছে সামান্য। মৌসুমী বায়ু দেশের অভ্যন্তরে ও উত্তর বঙ্গোপসাগরে কম সক্রিয় থাকায় বৃষ্টি কম হচ্ছে বলেও জানিছে আবহাওয়া অফিস।
সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হবে আর অক্টোবর থেকে পাওয়া যাবে শীতের আগমনী বার্তা।